যন্ত্রণাদায়ক ব্যাধি এলার্জি
এলার্জি মানুষের দেহের একটি যন্ত্রণাদায়ক ব্যাধি। খুব অল্পসংখ্যক লোকই পাওয়া যাবে এ রোগে আক্রান্ত নন। আর নাকের এলার্জি বাংলাদেশসহ বিশ্বের মানুষের কাছে একটি অতি পরিচিত নাম। এটি একটি জটিল রোগ যা মানুষের জীবনকে কষ্টদায়ক করে তোলে। যে কোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। এলার্জির কারণে হাঁচির উদ্ভব হয় এবং একসময় তা শ্বাসকষ্টেও রূপ নিতে পারে। নাকের এলার্জিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 'এলার্জিক রাইনাটিস' বলা হয়। যার অর্থ এলার্জিজনিত নাকে প্রদাহ। এলার্জি সৃষ্টিকারী উপাদানসমূহ মানুষের...
Posted Under : Health Tips
Viewed#: 418
See details.

